Friday, September 2, 2011

ঋগবেদ-সংহিতা : প্রথম মন্ডল : ৯ সূক্ত

ইন্দ্র দেবতাঃ। বিশ্বামিত্রের পুত্র মধুচ্ছন্দা ঋষি। গায়ত্রী ছন্দ।

সূক্ত - ইন্দ্রেহি মৎস্যন্ধসো বিশ্বেভিঃ সোমপর্বভিঃ। মহাঁ অভিষ্টিরোজসা।।১।।
অনুবাদ : ।।১।। হে ইন্দ্র! এস, সোমরসরূপ খাদ্য সমূহে হৃষ্ট হও; মহাবল হয়ে শত্রুদের পরাজয়ী হও।

সূক্ত - এমেনং সৃজতা সুতে মন্দিমিন্দ্রায় মন্দিনে। চক্রিং বিশ্বানি চক্রয়ে।।২।।
অনুবাদ : ।।২।। হর্ষজনক ও কার্যকারণে উত্তেজক সোমরস প্রস্তুত হলে হর্ষযুক্ত ও সর্বকর্মকারক ইন্দ্রকে উৎসর্গ কর।

সূক্ত - মৎস্বা সুশিপ্র মন্দিভিঃ স্তোমেভির্বিশ্বচর্যণে। সচৈষু সবনেষ্বা।।৩
অনুবাদ : ।।৩।। হে সুশিপ্র ইন্দ্র! সকল মানুষের অধীশ্বর! হর্ষজনক স্তুতি সমূহদ্বারা হর্ষযুক্ত হও; দেবগণের সাথে এ সবন সমূহে এস।

সূক্ত - অসৃগ্রমিন্দ্র মে গিরঃ প্রতি ত্বামুদহাসত। অজোষা বৃষভং পতিম্।।৪
অনুবাদ : ।।৪।। হে ইন্দ্র! আমি তোমার স্তুতি রচনা করেছি; তুমি অভীষ্টবর্ষী ও পালনকারী, সে স্তুতি তোমাকে প্রাপ্ত হয়েছে, সে স্তুতি তুমি গ্রহণ করেছ।

সূক্ত - সং চোদয় চিত্রমর্বাগ্রাধ ইন্দ্র বরেণ্যং। অসদিত্তে বিভু প্রভুঃ।।৫
অনুবাদ : ।।৫।। হে ইন্দ্র! শ্রেষ্ঠ ও বহুবিধ ধন আমাদের অভিমুখে প্রেরণ কর; পর্যাপ্ত ও প্রভূত ধন তোমারই আছে।

সূক্ত - অস্মান্ত্ সু তত্র চোদয়েন্দ্র রায়ে রভস্বতঃ। তুবিদ্যুম্ন যশস্বতঃ।।৬
অনুবাদ : ।।৬।। হে প্রভূত-ধনশালী ইন্দ্র! ধন সিদ্ধির জন্য আমাদের এ কর্মে নিযুক্ত কর; আমরা উদ্যোগবান্ ও কীর্তিমান।

সূক্ত - সং গোমদিন্দ্র বাজবদস্মে পৃথু শ্রবো বৃহৎ। বিশ্বায়ুর্ধেহ্যক্ষিতম্।।৭
অনুবাদ : ।।৭।। হে ইন্দ্র! গাভীযুক্ত অন্নযুক্ত প্রভূত ও বৃহৎ সমস্ত আয়ুর কারণ ও বিনাশরহিত ধন আমাদের প্রদান কর।

সূক্ত - অস্মে ধেহি শ্রবো বৃহদ্দ্যুম্নং শহস্রসাতমং। ইন্দ্র তা রথিনীরিষঃ।।৮
অনুবাদ : ।।৮।। হে ইন্দ্র! আমাদের মহৎ কীর্তি এবং সহস্রদানযুক্ত ধন এবং বহু রথপূর্ণ সে অন্ন দান কর।

সূক্ত - বসোরিন্দ্রং বসুপতিং গীর্ভিগৃণন্ত ঋগ্নিয়ং। হোম গন্তারমূতয়ে।।৯
অনুবাদ : ।।৯।। ধনরক্ষার্থ আমরা স্তুতি দ্বারা স্তব করতে করতে ইন্দ্রকে আহ্বান করি, তিনি ধনপালক, ঋক্ প্রিয়, এবং যজ্ঞে গমন করেন।

সূক্ত - সুতেসুতে ন্যোকসে বৃহদ্বৃহত এদরিঃ। ইন্দ্রায় শূষমর্চতি।।১০
অনুবাদ : ।।১০।। প্রত্যেক সবনে যজমানগণ নিত্যনিবাস ও প্রৌঢ় ইন্দ্রের বৃহৎ পরাক্রমের প্রশংসা করে।

No comments:

Post a Comment